গত ১০ জুলাই ২০১৯ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জের সম্মেলন কক্ষে গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক আয়োজিত সম্মানীত জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস-এর সভাপতিত্বে 'স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন' শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা-এর সম্মানীত সচিব জনাব মোঃ আলমগীর। এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রিফাত রহমান শামীম, পুলিশ সুপার, মানিকগঞ্জ, এডভোকেট গোলাম মহীউদ্দীন, চেয়ারম্যান, জেলা পরিষদ, মানিকগঞ্জ এবং জনাব গাজী কামরুল হুদা সেলিম, মেয়র, মানিকগঞ্জ পৌরসভা। এছাড়া কর্মশালায় মোট আটটি গ্রুপে অংশ নেন জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ মিডিয়াকর্মী, এনজিওকর্মী, সমাজকর্মী, উদ্যোক্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানিকগঞ্জ জেলার প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) -এর বিভিন্ন অভীষ্ট বাস্তবায়ন নিয়ে এসকল গ্রুপ বিভিন্ন সূচকের লক্ষ্য অর্জনে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন এবং সম্ভাব্য সমাধানসমূহ সুপারিশ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস